ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।প্রচন্ড গরমে নাজেহাল রাজ্যের ফুটবলাররা। গুয়াহাটিতে পৌঁছেই অসুস্থ হয়ে পড়লেন ফুটবলার ম্যাথিউ লাল ডাম পুঁইয়া রোখুম। পরে চিকিৎসকদের কাছে নেওয়া হলে সুস্থ হয়ে উঠে ওই ফুটবলারটি। শুক্রবার ভোরে গুয়াহাটি পৌঁছান বং লাল হালামের নেতৃত্বে ত্রিপুরা দলের ফুটবলাররা। বিকেলে দেখতে যান মাঠ। শনিবার সকালে অনুশীলনে নেমে পড়বেন ত্রিপুরার ফুটবলাররা। ২৯ জুলাই আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। অসমের নোয়াগঁাওয়ে অনুষ্ঠিত হবে ড: বি সি রায় ট্রফি জুনিয়র ফুটবল প্রতিযোগিতা। আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, জম্মু এন্ড কাশ্মীর এবং গুজরাট। ২৯ জুলাই এর পর ৩১ জুলাই গুজরাট, ৪ অগাস্ট উত্তরাখন্ড এবং ৬ আগস্ট জম্মু এন্ড কাশ্মীরের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। বিকেলে নোয়াগঁাও থেকে ত্রিপুরা দলের ম্যানেজার রূপক মজুমদার বলেন,” প্রচন্ড গরমে নাজেহাল আমাদের ফুটবলাররা। তাই এদিন আর অনুশীলন করার চেষ্টা করিনি। শনিবার সকালে হবে অনুশীলন”। মধ্যপ্রদেশ ম্যাচের আগে শনিবারের পর রবিবারও ত্রিপুরার ফুটবলাররা অনুশীলন করবেন। ত্রিপুরার ফুটবলাররা হলেন: কিরণ আরেং, রমজান মিয়া, সাসুময় জমাতিয়া, অ্যানেক্স দেববর্মা, আনন জমাতিয়া, আকাশ ত্রিপুরা, থাচন্দ্র রিয়াং, কিষান দেববর্মা, প্রসেনজিৎ ত্রিপুরা, নাইসিং জমাতিয়া, বং লাল রিল হলাম (অধিনায়ক), অমরজিৎ দেববর্মা, হামসা জমাতিয়া, রবিউল হাসান (সহ অধিনায়ক), সৌরজিৎ সরকার, অভিযান জমাতিয়া, রয়েল দেববর্মা, নবজ্যোতি বণিক, ম্যাথিউ লাল ডাম পুঁইয়া রোখুম, প্রহর জমাতিয়া, মেসি মলশুম এবং আশঙ্কিত দাস। কোচ: ইন্দ্রজিৎ সূত্রধর, ম্যানেজার: রূপক মজুমদার।