সুলতানপুর, ২৬ জুলাই (হি.স.): মানহানির মামলায় উত্তর প্রদেশের সুলতানপুর আদালতে নিজের বয়ান রেকর্ড করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সুলতানপুর আদালতে হাজিরা দিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানির দায়ে অভিযুক্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার এই মামলায় উত্তর প্রদেশের সুলতানপুর আদালতে হাজিরা দেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধীর আইনজীবী কাশি প্রসাদ শুক্লা বলেছেন, “রাহুল গান্ধী আদালতে নিজের বিবৃতি রেকর্ড করেছেন। তিনি বলেছেন, সমস্ত অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক বিদ্বেষের কারণে অভিযোগ দায়ের করা হয়েছে। ১২ আগস্ট পরবর্তী শুনানির তারিখ হিসাবে ধার্য করা হয়েছে এবং অভিযোগকারীকে প্রমাণ উপস্থাপন করতে হবে।”উল্লেখ্য, রাহুলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কর্নাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। উত্তর প্রদেশের বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে ওই অভিযোগে সুলতানপুর আদালতে মামলা করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে তাঁকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু রায়বরেলির কংগ্রেস সাংসদ তা পালন না করায় ২৬ জুলাই হাজিরার শেষ সুযোগ দেয় সুলতানপুর আদালত। সেই মতো এদিন হাজিরা দিলেন রাহুল গান্ধী।