নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে আজ ত্রিপুরার ফিরলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যে ফিরেই ত্রিপুরাবাসীর জন্য কাজ করার বার্তা দিলেন তিনি। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠক শেষ করে শুক্রবার ত্রিপুরায় ফিরে গরিব ত্রিপুরাবাসীর জন্য কাজ করার বার্তা দিলেন তিপ্রা মথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
পাশাপাশি এদিন রাজ্যে ফিরে বৈঠকের বলতে গিয়ে তিনি জানান, উত্তর পূর্বাঞ্চলের দশটি ডিস্ট্রিক্ট কাউন্সিলের উন্নয়নের জন্য বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র সরকার। এডিসি এলাকা উন্নয়নের জন্য সরাসরি অর্থ বরাদ্দের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে । এছাড়াও ভারতীয় সংবিধান ১২৫ অনুচ্ছেদের সংশোধনের বিষয়টিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন বলে জানান প্রদ্যুৎ।