ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে বীরেন্দ্র ক্লাব। যদিও দ্বিতীয় ম্যাচের মাথায়। নবোদয় সংঘকে ছয় এক গোলের ব্যবধানে হারিয়ে। লীগ শুরুতে নিজেদের প্রথম ম্যাচে কল্যাণ সমিতির কাছে এক-নয় গোলে পরাজয় বীরেন্দ্র ক্লাবের ছেলেদের অনেকটা চ্যালেঞ্জিং করে তুলেছে। প্রথম ম্যাচে পরাজয়ের কারণ তথা ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচেই অনেকটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বীরেন্দ্র ক্লাবের ছেলেরা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলের আসর উমাকান্ত মিনি স্টেডিয়ামে। বৃহস্পতিবার বেলা দুইটায় টুর্নামেন্টের সপ্তম ম্যাচে বীরেন্দ্র ক্লাব প্রথমার্ধেই অ্যাটাকিং মুডে খেলে একেবারে ৫-০ তে লিড নিয়ে নেয়। গোলের শুরু ৭ মিনিটের মাথায়। চোকতার জমাতিয়ার পা থেকে। পরে ১০ ও ১৩ মিনিটের মাথায় সঞ্জিত জমাতিয়ার পর পর দুই গোল। একইভাবে, ২৬ ও ৩৬ মিনিটের মাথায় চিকন মনি জমাতিয়ার পর পর দুই গোল দারুন ভাবে বীরেন্দ্র ক্লাব পাঁচ-শূন্যতে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় নবোদয়ের রক্ষণভাগ একটু দৃঢ় করা হলে বীরেন্দ্রর ছেলেরা তা ভেদ করতে পারেনি। খেলার ৭৪ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে নবোদয়ের সুভাষ জমাতিয়া একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। তবে ৭ মিনিট বাদে বীরেন্দ্র ক্লাবের পহর জমাতিয়া আবার একটি গোল করলে ব্যবধান ছয়- এক হয়। পরবর্তী সময়ে আর কোনও গোল হয়নি। তবে খেলায় অসদাচরণের দায়ে রেফারি খেলার দুই অর্ধে দুই দলের দুই জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, অসীম বৈদ্য, লিটন সাহা ও আদিত্য দেববর্মা।