BRAKING NEWS

অমরনাথ যাত্রায় রেকর্ড, ২৬-দিনে ৪.২৫ লক্ষাধিক পুণ্যার্থীর পূজার্চনা ও দর্শন সম্পন্ন

শ্রীনগর, ২৫ জুলাই (হি.স.): এই বছরের অমরনাথ যাত্রা একের পর এক রেকর্ড গড়েই চলেছে। মাত্র ২৬-দিনে ৪.২৫ লক্ষাধিক পুণ্যার্থী অমরনাথের পবিত্র গুহায় পূজার্চনা ও দর্শন সম্পন্ন করেছেন। গত বছর সমগ্র সময়কালে মাত্র ৩.৫০ লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেছিলেন, অথচ এই বছর মাত্র ২৬-দিনে ৪.২৫ লক্ষ তীর্থযাত্রী ইতিমধ্যেই পবিত্র গুহা মন্দিরের ভিতরে ‘দর্শন’ করেছেন।এদিকে, জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে ৩,০৮৯ জন পুণ্যার্থীর একটি দল অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বৃহস্পতিবার সকালে ১০৬টি গাড়িতে করে তাঁরা বেস ক্যাম্প থেকে রওনা দেন। এদের মধ্যে রয়েছেন ২২৪৭ জন পুরুষ, ৭৪৫ জন মহিলা, ৭৩ জন সাধু, ২২ জন সাধবী এবং দু’জন তৃতীয় লিঙ্গের পুণ্যার্থী। এদের মধ্যে ১ হাজার ২৮৬ জন বালতাল বেস ক্যাম্প এবং ১ হাজার ৮০৩ জন পহেলগাম থেকে পরবর্তী যাত্রা শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *