আগরতলা, ২৫ জুলাই: উদয়পুরে রাস্তার দুইপাশে অবৈধভাব গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে পুর পরিষদ। আজ সকালে জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর শহরে রাস্তার দুই পাশে বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছিল। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। কিন্তু তারা কর্নপাত করেননি। এই দোকানপাট নির্মাণের ফলে রাস্তার যানজট লেগেই থাকত। তাই আজ পুর পরিষদ থেকে উচ্ছেদ অভিযান চালিয়েছে।