নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: বর্তমান সমাজ ব্যবস্থায় পরকীয়া ভয়ংকর বিপদ ডেকে আনছে। নিজের সন্তানকে উপেক্ষা করে সঞ্জীব দেববর্মা নামে এক সরকারি কর্মচারী পরকীয়ায় মত্ত হয়ে উঠেছেন। এ ব্যাপারে সুবিচার চেয়েছেন তার স্ত্রী । ব্যভিচারীতে লিপ্ত হচ্ছে সমাজ। এমনটাই অভিযোগ উঠেছে রাজধানীর গাঙ্গাইল রোড এলাকার একটি স্কুলের কর্মচারী সঞ্জীব দেববর্মার বিরুদ্ধে।
তার স্ত্রী চিনু দেববর্মার অভিযোগ, ১৯৯৮ সালে তিনি বিয়ে করেছিলেন সঞ্জীব দেববর্মাকে। গত ছয় বছর তিনি ঠিকঠাক মতো বাড়িতে আসছেন না। গত কয়েক মাস স্বামী সঞ্জীব অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন। শ্যামলী বাজারের কোয়ার্টারে তারা একসঙ্গেই থাকে। ডিভোর্স ছাড়াই সঞ্জীবের এই কীর্তি! ওই মহিলার ছেলেমেয়েদের পড়ার খরচ যুগিয়ে যাচ্ছেন তিনি।
স্ত্রী চিনু দেববর্মার আরো অভিযোগ, তার দুইটি মেয়েকে স্বামী ভুলে গেছেন। কয়েক মাস আগে চম্পক নগরের খামার বাড়িতে তাকে মারধর করে বন্ধনের দেড় লক্ষ টাকা নিয়ে গেছেন সঞ্জীব। স্ত্রীর অভিযোগ ,থানায় পুলিশের কাছে তিনি আইনের সাহায্যের জন্য গিয়েছিলেন। কিন্তু তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায় নানা অভিযোগ তুলে ধরার পাশাপাশি সুবিচার চেয়েছেন নির্যাতিতা চিনু দেববর্মা।