আগরতলা, ২৩ জুলাই: বাউন্ডারি না থাকার কারণে বেহাল অবস্থার পরিণত হচ্ছে রাজধানীর মহারাজগঞ্জ বাজারস্থিত টাউন প্রতাপগড় এলাকার সূর্যসেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যত্রতত্র ছড়িয়ে ছিটে আছে আবর্জনা এবং কাচের বোতল। বাউন্ডারি না থাকার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। যে যার মত গাড়ি পার্ক করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্যাম্পাসে।
এ বিষয়ে অঙ্গনওয়াড়ি ইনচার্জ বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট ৪৮ জন পড়ুয়া রয়েছে। কিন্তু ওই কেন্দ্রে বাউন্ডারি না থাকার কারণে বেহাল দশায় পরিণত হচ্ছে। নোংরা আর্বজনা থেকে শুরু করে নেশা জাতীয় দ্রব্য সেবনের জিনিস পড়ে থাকে। তাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে।

