ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ম্যাচের বয়স তখন ৩৩ মিনিট। থ্রো ইন থেকে গোল আদায় কল্যাণ সমিতির। গোলটি করলেন বিশ্বজিৎ দেব। পায়ের বদলে হাতে গোল। বীরেন্দ্রর গোলরক্ষকের হাত ছুঁয়ে বল সোজা জালে। ৩-০ লিড কল্যাণের। এর আগে যদিও আরও দুই গোল আদায় করে নিয়েছিল কল্যাণ সমিতি দল। বিপক্ষে বীরেন্দ্র ক্লাবের ফুটবলারদের তেমন সাবলীল মনে হচ্ছিল না। কেন না, ম্যাচের শুরুতেই যে গোলটা হজম করলো বীরেন্দ্র ক্লাব, তা খুব একটা যুৎসই লাগলো না মাঠে উপস্থিত দর্শকদের। সোমবার উমাকান্ত ময়দানে বি ডিভিশনের ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামলো কল্যাণ সমিতি ক্লাব। প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট ছিনিয়ে নেবার একটা মানসিকতা দেখা গেল তাদের মধ্যে। যা বাস্তবায়ন হলো। প্রথমার্ধে ৩-০ গোলে লিড নিয়ে বিরতি টানলো কল্যাণ সমিতি ক্লাব। বিরতি কাটিয়ে ফের শুরু হলো ম্যাচ। তবে বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা যে কি মানের ফুটবল খেললো এই ম্যাচে, তা মাঠে উপস্থিত অনেকেই বুঝতে পারলেন না। এককথায় যাকে বলে ছন্দ হীন ফুটবল,তা ই খেলে গেলো তারা। এই সুযোগে একের পর এক গোল আদায় করে নিলো কল্যাণ সমিতি ক্লাব। সুবাদে ৯-১ গোলের ব্যবধানে ম্যাচে জয় হাসিল করে মাঠ ছাড়তে সক্ষম হলো কল্যান সমিতি ক্লাব। বিশ্বজিৎ দেব, বিকন চাকমা, জন জমাতিয়া, সৌম্য কান্তি দাস এর প্রত্যেকর দুটি করে গোল, ভক্ত সাধন জমাতিয়ার একটি। পক্ষান্তরে বীরেন্দ্র ক্লাবের পক্ষে একমাত্র গোলটি হয় মনিপুরের খেলোয়াড় লৌরিয়াম সুভাষের সৌজন্যে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী দলের দুই জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, খোকন সাহা, সুকান্ত দত্ত ও লিটন সাহা।