নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে রবিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সরকার খোলা মনে যে কোনও বিষয়ে আলোচনায় প্রস্তুত। সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে রবিবার সর্বদলীয় বৈঠক ডাকে সরকার। বৈঠক চলাকালীন, সরকার, সংসদের উভয় কক্ষের কার্যকারিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত বিরোধী দলের কাছ থেকে সহযোগিতার অনুরোধ করে।বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, “আমরা আশা করছি, এই বাজেট অধিবেশন ফলপ্রসূ হবে। আমরা একটি ভালো বাজেট নিয়ে আসব, সবাই অপেক্ষা করছে। আগামীকাল ২১ জুলাই অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে এবং ২৩ জুলাই সাধারণ ইউনিয়ন বাজেট ২০২৪-২৫ পেশ করা হবে… সরকার যে কোনও বিষয়ে খোলা মনে আলোচনায় প্রস্তুত।”
2024-07-21