ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ২০ শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। প্রতিবছরই দাবার প্রচার ও প্রসারের লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে এই দিবসটি। ১৯৬৬ সালে প্যারিসে প্রথমবারের মতো বিশ্ব দাবা দিবস উদযাপিত হয়। সেই থেকেই শুরু, যার রেশ বর্তমানে চলছে গোটা বিশ্বজুড়ে। রাজ্যেও এদিন পালিত হয় বিশ্ব দাবা দিবস। আগরতলা কিডস চেস একাডেমির উদ্যোগে বিশ্ব দাবা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক দাবা প্রতিযোগিতা। এতে প্রচুর সংখ্যক দাবাড়ু উৎসাহের সাথে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পরিচালনা করেন একাডেমির অন্যতম কর্মকর্তা তথা দাবা প্রশিক্ষক বিনয় সিনহা।