ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তৃতীয় ম্যাচে জয়ী জম্পুইজলা প্লে সেন্টার। ফিরতি লিগেও চলমানকে একপ্রকার পর্যুদস্ত করে ছেড়েছে জম্পুইজলার মেয়েরা। প্রথম লীগে ৭-০, তো ফিরতি লিগে ৭-১। ব্যতিক্রম একটাই, যে ফিরতি লীগে চলমানের মেয়েরা একটি গোল পরিশোধ করে খেলায় ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। প্রথমার্ধেই আজ, শুক্রবার জম্পুইজলার মেয়েরা তিন-এক গোলে এগিয়ে ছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলের ফিরতি লীগের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার বড় ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করেছে। সকাল 8 টায় ম্যাচের শুরু থেকেই যথেষ্ট প্রাধান্য বজায় রেখে খেলেছে। গোলের শুরু ৪ মিনিট থেকে। কবিতা দেববর্মার পা থেকে। তবে এরপর গোল করার পুরো দায়িত্ব যেন পখীলা আর সীমা দুজনেই ভাগ করে নেয়। পখীলা ও সীমার জোড়া হ্যাটট্রিক দর্শকদের পাশাপাশি নির্বাচকদেরও নজর কেড়েছে। পখীলা বোড়ার তিনটি গোল খেলার ১৩, ৪৩ ও ৮৩ মিনিটের মাথায়। অপরদিকে সীমা দেববর্মার তিনটি গোল ৫৩, ৭০ ও ৮০ মিনিটের মাথায়। এদিকে খেলার ৩৩ মিনিটের মাথায় চলমান সংঘের পুনমদীতা দেবনাথ একটি গোল শোধ করে খেলায় ব্যবধান কিঞ্চিত কমিয়ে আনে। দারুন গোল ও হ্যাটট্রিক এর সৌজন্যে সীমা দেববর্মা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের প্রাইজমানি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, সুশান্ত দাস, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে। দিনের খেলা: জম্পুইজলা প্লে সেন্টার বনাম ফুলো ঝানু ক্লাব, সকাল আটটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।