বিধাননগর, ১৯ জুলাই (হি.স.): টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণার ঘটনায় বিধান নগর সাইবার ক্রাইম পুলিশের হাতে ধরা পড়েছে দুই অভিযুক্ত। অভিযোগ করা হয়েছে যে তারা প্রায় ১৮ লাখ ৬৬ হাজার টাকার প্রতারণা করেছে। মূল অভিযুক্ত শিভম সিং-এর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
২০ ডিসেম্বর, ২০২৩ তারিখে নিউটাউনের এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ ৬৪০০০ টাকা তুলে নেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর, বিধান নগর সাইবার ক্রাইম পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের ভিত্তিতে বিহারের ভাগলপুরের বাসিন্দা ১৯ বছরের বিহারী প্রসাদ সিংকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় যে, এই প্রতারণা চক্রের সাথে সে জড়িত এবং তার ব্যাংক একাউন্টে প্রতারণার টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এরপর বিপিন কুমার নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়, যিনি এই চক্রের সাথে জড়িত ছিলেন। বিপিন কুমারের তথ্য অনুযায়ী, এই চক্রটি শিভম সিং দ্বারা পরিচালিত হচ্ছে।
আজ অভিযুক্ত দুজনকে বিধান নগর মহাকুমা আদালতে তোলা হবে এবং তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।ধৃতদের নাম বিপিন কুমার, বিহারী প্রসাদ সিং।দুজনেই বিহারের ভাগলপুরের বাসিন্দা।