দুর্গ, ১৮ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার ভিলাইয়ের জামুল থানার অন্তর্গত শিবম হাইটেক নামে একটি সংস্থায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মূল্যের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।
জানা গেছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের পাঁচটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংস্থা সূত্রে জানা গেছে, প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডে। উল্লেখ্য, শিবম হাইটেক কোম্পানি বিদেশ থেকে টাইটেনিয়াম নিয়ে এসে দেশের বাজারে সরবরাহ করে।

