ইমফল, ১৬ জুলাই (হি.স.) : মণিপুরে এবার সাংবাদিকের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছে এডিটরস্ গিল্ড এবং মণিপুর প্রেস ক্লাব।পুলিশ জানিয়েছে, ইমফল পূর্ব জেলার অন্তর্গত হেইনগাং থানাধীন কোন্থা খাবাম লাই হারাওবামে লয়লাকপার এলাকায় অবস্থিত স্থানীয় সংবাদপত্র ‘নাহারোলগি থৌডাং’-এর সম্পাদক ও প্রকাশক খোইরম লয়ালাকপা-র বাসভবনে আজ মঙ্গলবার ভোরের দিকে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা।সশস্ত্র দুর্বৃত্তরা খোইরম লয়ালাকপা-র বাসভবনে আনুমানিক ছয়টি গুলি ছুঁড়ে বাড়ির দেওয়াল এবং সদর গেট ক্ষতিগ্রস্ত করেছে। তবে সৌভাগ্যক্রমে হামলার সময় পত্রিকা সম্পাদক লয়ালাকপা বাড়িতে ছিলেন না।ঘটনার খবর পেয়ে হেইনগাং থানা থেকে পুলিশের দল বোমা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।এখন পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি। তাই ঘটনার প্রকৃত উদ্দেশ্য এখনও অস্পষ্ট।এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ‘অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন’ (এএমডব্লিউজেইউ) এবং ‘এডিটরস গিল্ড মণিপুর’ (ইজিএম) মণিপুর প্রেস ক্লাবে আজ দুপুরে এক জরুরি সভা ডেকে হামলার তীব্র নিন্দা করেছে। সভা পত্রিকা সম্পাদকের বাড়িতে বন্দুক হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।