আরারিয়া ১৫ জুলাই (হি. স.) : বিহারের ভারত-নেপাল সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীরা বেশ সক্রিয়। নিষেধাজ্ঞার পর নেপাল সংলগ্ন ভারতীয় অঞ্চলে মাদকাসক্তদের কাছে বিকল্প হিসেবে নিষিদ্ধ কাশির সিরাপ ব্যাপকভাবে বিক্রি হচ্ছে নেপালি নাগরিকরাও এখানে নিষিদ্ধ কোডিন যুক্ত কাফ সিরাফ খাওয়ার জন্য এখানে আসে। সোমবার জোগবানী থানা ও এসএসবি যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে জোগবানী থানা এলাকার আমৌনা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোডিনযুক্ত ১৬০ বোতল কাশির সিরাপ ও ৪২,১০০ টাকাসহ মোঃ মোকাররমকে গ্রেফতার করে।এই বিষয়ে তথ্য দিতে গিয়ে জোগবানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার আজাদ জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর ধৃত আসামিকে আদালতে পেশ করা হয়। ধৃতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক।