আগরতলা, ১৫ জুলাই: জি বি হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে সদ্যজাত প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হৈচৈ করেছেন। তাঁদের দাবি, শয্যা থেকে পড়ার পর রোগীর কোন খবর রাখেন নি হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। প্রায় দীর্ঘক্ষণ যাবৎ নিচে পড়ে রয়েছিলেন সেই রোগী। পর্রবতী সময়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে রোগীর পরিবারকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর সেই রোগীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।
মৃতার পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, খোয়াই জেলার মড়ছড়া এলাকায় বাসিন্দা সুমন দাস তাঁর সন্তানসম্ভবা স্ত্রী সুপ্রিয়া দাসকে জিবি হাসপাতালে ভর্তি করেছিলেন। তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। গতকাল রাতে জিবি হাসপাতালে তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা পরিবারের সদস্যদের মা এবং শিশু উভয় সুস্থ রয়েছে বলে জানিয়েছিলেন।
মৃতার স্বামীর অভিযোগ, মায়েদের দেখভাল করার জন্য যে স্বাস্থ্যকর্মীদের রাখা হয় তাঁরা নিজেদের কর্তব্য ঠিকভাবে পালন করেন নি। কারণ, আজ ভোর সাড়ে চারটা নাগাদ শয্যা থেকে হঠাৎ পড়ে গিয়েছিল সুপ্রিয়া। সে দীর্ঘক্ষণ যাবৎ নিচেই পড়েছিল। সে ব্যথায় চিৎকার করতে থাকে। কিন্তু স্বাস্থ্যকর্মীরা এগিয়ে আসেননি। আরও অভিযোগ, চিৎকার শুনে পরিবারের সদস্যরা ভিতরে যেতে চাইলে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাদের যেতে দেননি। পরর্বতী সময়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে রোগীর পরিবারকে খবর দিয়েছিল তারা। কিন্তু কিছুক্ষণ মধ্যে সেই গৃহবধূ মৃত্যু কোলে ঢলে পড়েছেন। ওই ঘটনাকে ঘিরে কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।