প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিজেপি, রয়েছে প্রচুর নতুন মুখ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ জুলাই: গৌরনগর ও চন্ডিপুরে পঞ্চায়েত সমিতির নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে শাসক দল তথা ভাজপা। গৌরনগর ব্লকের ব্লক সমিতির ১৩ আসন বিশিষ্ট সমিতির বিদায়ী চেয়ারম্যান নারান সিং ও ভাইস চেয়ারম্যান শিব শংকর অধিকারীর কাজকর্মে খুশি ছিল না শাসকদল। ফলে এরা দুইজনকেই শাসকদল নির্বাচনে মনোনয়ন দেয়নি। যদিও বাকি এগারো জন প্রার্থীও নতুন মুখ।

ঠিক তেমনি চন্ডিপুর ব্লকের সমিতি নির্বাচনে ও শাসকদল ব্লকের বিদায়ী চেয়ারম্যান লাকিপাল দাসকে এবং ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মীকে দল মনোনয়ন দেয়নি। এই চারজনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ থাকায় এদের এবারে বাদ রাখা হয়েছে। চন্ডিপুর ব্লকের সমিতির আসন সংখ্যা এগারোটি। তাছাড়া এগারো জন প্রার্থীই নতুন মুখ।

ভাজপার অন্দরের খবর বিদায়ী সদস্যরা এবারে দলীয় মনোনয়ন না পেয়ে অনেকের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে জিলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি অমলেন্দু দাস এবং শ্যামল দাসকে রেখে দিয়ে বাকি আসনে নতুন মুখ আনা হয়েছে। পুরানোদের উপর ভরসা রাখতে পারছে না শাসকদল। তাই এই রদবদল। এদিকে পঞ্চায়েত স্তরেও কিছু রদবদল করা হয়েছে। যেমন মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের নিজের গ্রাম পঞ্চায়েতে    সেই বিলাসপুর গ্রাম পঞ্চায়তের গ্রাম প্রধান রতন সরকারকে এবারে নির্বাচনে মনোনয়ন দেয়নি শাসকদল। বিগত পাঁচ বছর শাসকদলের পরিচালনায় ছিল বিলাসপুর গ্রাম পঞ্চায়েত।