নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এদিন সকালে চৌদ্দ দেবতার মন্দিরে পূজা দিয়েছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন জনজাতিদের কাছে। প্রাচীনকাল থেকে এই পুজো হয়ে আসছে। জনজাতিদের উৎসব খার্চি পূজা রাজ্যের এক ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের মাধ্যমে প্রমাণিত হয় ত্রিপুরার রাজারা জনজাতি ছিলেন। তাই জনজাতিদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে এই খার্চি পূজাই জনজাতিদের ইতিহাস বর্ণনা করে। জনজাতিরা ১০ – ১৫ আগে তৈরি হওয়া কোন সম্প্রদায় নয়। ত্রিপুরা রাজ্যের সঙ্গে জনজাতিরা বহু যুগ ধরে জড়িয়ে আছে। তাই তিনি নিজেদের ঐতিহ্য নিয়ে গর্বিত বলে জানান।
তিনি বলেন, চৌদ্দ দেবতার মন্দিরের যারা চন্তাই রয়েছেন তাদের জন্য ইতিমধ্যেই স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে চন্তাইদের আরো সুযোগ-সুবিধা প্রদানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।