ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামী ১৩-২৫ আগষ্ট সুইডেনে গুটেনবার্গ শহরে অনুষ্ঠেয় ২৬তম বিশ্ব মাষ্টার্স এথলেটিক্স আসরে ভারতীয় দলের হয়ে অংশ নিচ্ছেন ত্রিপুরার ৬ অ্যাথলেট। আগামী ১০ আগষ্ট বিমানে আগরতলা থেকে মুম্বাই হয়ে গুটেনবার্গের উদ্যেশ্যে রওনা হবেন তারা।
এই আসরে ৮০০ মি. ও ১৫০০মি. দৌড়ে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন রাজ্যের সোনার মেয়ে রানীর বাজার প্লে সেন্টারের মিতালী দেবনাথ। তিনি পদক জয়ের লক্ষ্যে প্রতিদিন দু বেলা সকাল বিকাল কঠোর অনুশীলন করে যাচ্ছেন। ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি অদম্য জিদ। সে কারোর কাছে হার মানতে রাজি নয়। ফিলিপাইন্সে অনুষ্ঠিত গত মাষ্টার্স এশিয়ান গেইমসে তার প্রিয় ইভেন্টে দু-দুটি সোনা জিতেছেন। বিশ্ব আসরে আবারও পদক জয়ের আশায় নিরলস অনুশীলন করে যাচ্ছেন শ্রদ্ধেয় গুরু তথা প্রাক্তন প্রশিক্ষক ধীরেন্দ্র দেবনাথের কাছে। রানীর বাজারবাসী সহ অনেক ক্রীড়া প্রেমীরাই আশা বাদী, মিতালী ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে স্বর্ণপদক জয় করবেই।