BRAKING NEWS

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পূর্বে উপহার নিয়ে হাজির তিপরা মথা, ইলেকট্রিক অটো ক্রয়ে এডিসি দেবে ভর্তুকি

আগরতলা, ১০ জুলাই : ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার প্রাক মুহুর্তে এডিসি এলাকায় বসবাসকারীদের জন্য উপহার নিয়ে হাজির হয়েছে তিপরা মথা। এডিসি এলাকায় বেকাররা অটো ক্রয়ে ২৫ শতাংশ ভর্তুকি দেবে মথা পরিচালিত এডিসি প্রশাসন। আজ তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ এই ঘোষণা দিয়ে আবেদন জানিয়েছেন, সীমিত সময়ের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬০০ জন সুবিধাভোগী এই সুযোগ পাবেন। 

আজ বুধবার বিকেল সাড়ে চারটায় রাজ্য নির্বাচন কমিশন সম্ভবত ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা দেবে। এরপরই পঞ্চায়েত এলাকায় আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে। ফলে, নতুন ঘোষণায় বিধিনিষেধ আরোপ থাকবে। তাই, এদিন ১২টা নাগাদ মাণিক্য কোর্টে এডিসি প্রশাসন ইলেকট্রিক অটো ক্রয়ে নতুন স্কিমের ঘোষণা দিয়েছে। ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পিপলস লাইভলিহুড রিসোর্স এসিস্টেনস এন্ড হেল্প ফর এডভান্সমেন্ট অফ মাইক্রো এন্টারপ্রেনরসিপ(তিপরা-হাম) স্কিমের আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। 

এই স্কিমের অধীনে এডিসি এলাকায় সুবিধাভোগী ইলেকট্রিক অটো ক্রয়ে এডিসি প্রশাসন থেকে ২০ শতাংশ ভর্তুকি পাবে। অটোর সর্বমোট ক্রয়মুল্যের ২০ শতাংশ অর্থ এডিসি প্রশাসন সরাসরি ব্যাঙ্কের হাতে তুলে দেবে। এছাড়া, অটো ক্রয়ের সময় সুবিধাভোগীর ১৫ শতাংশ অর্থ দিতে হবে। বাকি টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তাতে, তাঁকে ৬ শতাংশ সুদ গুনতে হবে। ২৪ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাসের মধ্যে অটো ক্রয়ে ঋণ পরিশোধ করতে হবে। 

এই স্কিমে সুবিধা পেতে অনলাইনে আবেদন জানাতে হবে। এডিসি প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে ওই আবেদন জানানো যাবে। এক্ষেত্রে ওই আবেদন প্রক্রিয়াকরণ বাবদ প্রত্যেককে ৫০০ টাকা দিতে হবে। ওই টাকা ফেরতযোগ্য নয় বলে এডিসি প্রশাসন শর্ত রেখেছে। এদিকে, সমস্ত আবেদন জমা হওয়ার পর যাচাই কমিটি সুবিধাভোগী বাছাই করবে। প্রয়োজনে আবেদনকারীকে ডেকে ওই কমিটির সদস্যরা কথা বলবেন। আবেদনপত্র ঝাড়াই-বাছাই হওয়ার পর এডিসি প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং ঋণ প্রদানে সুবিধাভোগীদের তালিকা ব্যাঙ্কের কাছে পাঠাবে। এক্ষেত্রে কোন কারণ ছাড়াই আবেদনপত্র বাতিলের সম্পূর্ণ এক্তিয়ার এডিসি প্রশাসনের হাতেই থাকবে। 

এদিন প্রদ্যোত কিশোর দাবি করেছেন, স্বচ্ছতা বজায় রেখে নয়া এই স্কিম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে, এডিসি এলাকায় বেকাররা দারুণভাবে উপকৃত হবেন। ত্রিপুরায় ৫৮৭টি ভিলেজ কমিটি রয়েছে। প্রত্যেকটি ভিলেজ কমিটি এলাকায় অন্তত এক জন সুবিধাভোগী ওই স্কিমের সুবিধা পাবেন, তিনি চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *