নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: বিদ্যুতের খুঁটি ও ট্রাক্টর বোঝাই গাড়ির সংঘর্ষে অল্পতে রক্ষা পেলো গাড়ির চালক। ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার গোলাঘাটি টাকারজলা গাবর্দী সড়কে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায় টিআর০১- জি- ১৭২৩ নাম্বারে একটি টাটা মিউজিক ট্রাক ট্রাক্টর নিয়ে গাবর্দী বাজার এলাকায় যাওয়ার পথে দ্রুতগতিতে থাকাই চালক বৃষ্টি ভেজা সড়কে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা হাই ভোল্টেজের বিদ্যুতের খুটির সাথে স্বজরে ধাক্কা মারে। বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গাছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর অফিস এলাকায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অল্পেতে রক্ষা পায় গাড়ি চালক শাহিদুল ইসলাম।