নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরেই আস্থা রাখল বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরকেই ভারতীয় দলের কোচ নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। একাধিক প্রাক্তন ক্রিকেটার দৌড়ে থাকলেও, বিসিসিআই কর্তাদের প্রথম পছন্দ ছিলেন কেকেআরের প্রাক্তন মেন্টরই। আর তাই হল। মঙ্গলবার সরকারি ভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ নিযুক্ত হওয়ার পর গৌতম গম্ভীর জানিয়েছেন, “ভারত আমার পরিচয় ও আমার দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি ফিরে আসতে পেরে সম্মানিত, যদিও একটি ভিন্ন টুপি পরা। কিন্তু আমার লক্ষ্য সবসময়ের মতোই, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। মেন ইন ব্লু পুরুষের কাছে ১.৪ বিলিয়ন ভারতীয়রা স্বপ্ন দেখেন এবং আমি এই স্বপ্নগুলিকে সত্যি করার জন্য আমার শক্তিতে সবকিছু করব!”