নয়াদিল্লি, ৪ জুলাই (হি. স.): বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নমো ১’ লেখা জার্সি উপহার দিলেন বিসিসিআই সচিব জয় শাহ ও বিসিসিআই সভাপতি রজার বিনি। ভারতীয় ক্রিকেট দল এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করে।
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বিসিসিআই পোস্ট করেছে, ‘ভারতীয় ক্রিকেট দল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছে। স্যার, আপনার অনুপ্রেরণামূলক কথাবার্তা এবং টিম ইন্ডিয়াকে আপনি যে অমূল্য সমর্থন দিয়েছেন তার জন্য আমরা আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’