বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে বামেদের বিক্ষোভ পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ১ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে সিপিআইএমের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়েছে। স্কুল একত্রিকরণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ সহ অন্যান্য বেশ কয়েকটি জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতেই এই প্রতিবাদ মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে পানিসাগর মহকুমা সদরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় বিকাল সাড়ে চারটায়। 

মিছিল শেষে নেতাজী মুর্তির পাদদেশে হয় পথসভা। মিছিলে সামিল ছিলেন সিপিআইএম নেতৃত্ব অজিত দাস সুকেশ নাথ, সুভেন্দু দাস শীতল দাস  অবনী দে,বাবুজয় রিয়াং, সুরানন্দ নাথ, মীনানাথ চৌধুরী,  কৃষিরুং রিয়াং প্রীতি বালা নাথ সহ নেতৃত্বরা।

সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সদস্য সুকেশ নাথ । সভায় আলোচনা করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস, জেলা কমিটির সদস্য শীতল দাস। নেতৃবৃন্দ আলোচনায় অভিযোগ করে বলেন, মোদি সরকার কমজোর হতেই একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। বিজেপি গত লোকসভা নির্বাচনে দশটি রাজ্য একটি আসন পায়নি।

নির্বাচনে ইডি সিবিআই ইলেকশন কমিশনের নগ্ন পক্ষপাতিত্বে এই সরকার ক্ষমতায় এসেছে। উত্তর ত্রিপুরা সহ সমগ্র রাজ্যে অসংখ্য স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ সহ পানিসাগর মহকুমায় ২৬ টার মত স্কুল বন্ধ করার প্রতিবাদ করা হয়। বিদ্যাজ্যোতি স্কুল গুলোর শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে।  ডাবল ইঞ্জিন এর সরকারের আমলে মানুষ সব ধরনের মৌলিক পরিষেবায় বিপর্যস্ত, সমগ্র মহকুমা জুড়ে বেহাল রাস্তাঘাট মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান বন্ধ, পানিসাগর নগর পঞ্চায়েতের পরিষেবা তলানিতে। এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতৃত্বরা।