BRAKING NEWS

ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ”স্বদেশী” হয়ে উঠছে : অমিত শাহ

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ”স্বদেশী” হয়ে উঠছে এবং তা দেশীয় নীতির ওপর কাজ করবে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারই দেশে বলবৎ হয়েছে তিনটি নতুন ফৌজদারি আইন। এই তিনটি আইন প্রসঙ্গে সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ৭৫ বছর পর এই আইনগুলি নিয়ে চিন্তা করা হয়েছিল এবং যখন এই আইনগুলি আজ থেকে কার্যকর হচ্ছে, তখন ঔপনিবেশিক আইনগুলি বাতিল করা হয়েছে এবং ভারতীয় সংসদে প্রণীত আইনগুলি বাস্তবে আনা হচ্ছে। ”দন্ড”-এর পরিবর্তে এখন ”ন্যায়”। বিলম্বের পরিবর্তে দ্রুত বিচার হবে। আগে শুধু পুলিশের অধিকার সুরক্ষিত ছিল, কিন্তু এখন ভুক্তভোগী ও অভিযোগকারীর অধিকারও সুরক্ষিত হবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “নতুন দৃষ্টিকোণ নিয়ে মধ্যরাত থেকে এই তিনটি আইন কার্যকর হয়েছে। এখন ইন্ডিয়ান পেনাল কোড (আইপিসি)-এর পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) থাকবে। ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট (সিআরপিসি)-এর পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা থাকবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট-এর পরিবর্তে থাকবে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।” অমিত শাহ আরও বলেছেন, “এখন গণধর্ষণ হলে ২০ বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, নাবালিকাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড হবে, পরিচয় গোপন করে অথবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণের জন্য একটি পৃথক অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে। বিবৃতি রেকর্ড করার বিধান করা হয়েছে। পাশাপাশি অনলাইন এফআইআর-এর সুবিধাও দেওয়া হয়েছে; আমরা বিশ্বাস করি যে এইভাবে অনেক নারীকে বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করা যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *