কলকাতা, ৩০ জুন (হি.স.): ভারত শুধুমাত্র প্রকৃতিকে রক্ষাই করে না, পুজোও করে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দর যাদব। রবিবার সকালে কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৯-তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অংশ নেন ভূপেন্দর যাদব। এদিন তিনি অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট-২০২৪ উন্মুক্ত করার ঘোষণা করেন।
এছাড়াও, ‘ফাউনা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল’-এর সূচনা করেছেন, যা ভারত থেকে রিপোর্ট করা সমস্ত প্রাণিকুল প্রজাতিকে কভার করে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৯-তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের শুরুতে দেশের ৯টি নদীর জল থেকে সপ্ত স্রোত জীবন ধারা উৎসর্গ করা হয়। মন্ত্রী মন্তব্য করেন, ভারত শুধু প্রকৃতিকে রক্ষা করে না, তার পূজা করে। এদিন এক পেড় মা কে নাম অভিযানের অধীনে বৃক্ষরোপণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।