যাওয়ার কথা ছিল স্কুলে, মগড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ৫ ছাত্রী

মগড়া, ৩০ জুন (হি.স.): স্কুলে যাওয়ার কথা ছিল, অথচ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ৫ ছাত্রী, তাও আবার একসঙ্গে। বাড়ি থেকে বের হয়েছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আর বাড়ি ফেরা হল না। সকলেই মগড়া প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ক্লাস ৮–এর ছাত্রী ছিলেন। ছাত্রীরা বাড়ি না ফেরায় মগড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও বাড়ি থেকে স্কুলে যাওয়া জন্য সকলে বেরিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেউ আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন স্কুলে গিয়ে জানতে পারে, এই পাঁচজন ছাত্রী কেউই স্কুলে আসেইনি। এর পরেই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে মগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। ওই ছাত্রীরা মগড়া ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা যায় গেছে। রবিবার পরিবারের পক্ষ থেকে আবারও থানায় গিয়ে দরবার করে নিখোঁজ ছাত্রীদের পরিবারবর্গ।