তিহার, ২৮ জুন (হি. স.) : মাদক পাচার মামলায় গ্রেফতার এক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের কবলে তামিলনাড়ুর প্রাক্তন ডিএমকে নেতা জাফর সাদিক। মাদক পাচার সম্পর্কিত আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করা হয় সাদিককে।
এনডিপিএস মামলায় তিহার জেলে থাকাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের পক্ষ থেকে জাফর সাদিককে মাদক পাচার সম্পর্কে বেশ কিছুবার জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অসঙ্গতি লক্ষ্য করলে ২৬ জুন তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাদক পাচার সম্পর্কিত আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত এই ব্যাক্তিকে দ্রুত আদালতে পেশ করবেন ইডি আধিকারিকরা।