BRAKING NEWS

মহিলা লীগ ফুটবলেও গোলের বন্যা আনন্দনগরকে হারালো ফুলো ঝানু

 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মহিলা ফুটবলেও গোলের বন্যা। পরপর দুই ম্যাচে হেরে যে দল লীগে অনেকটা পিছিয়ে যাচ্ছিল, সেই ফুলো ঝানু আজ, শুক্রবার ১৫ গোলের বিশাল ব্যবধানে আনন্দ নগর প্লে সেন্টারকে পর্যুদস্ত করে ছেড়েছে। ফুটবলারদের গোল করার কম্বিনেশনটাও চমৎকার। একজন পাঁচটা, তো আরেকজন চারটা। আরেকজন তিনটা, তো অপরজন দুইটা। এমনি করে একটি গোলদাতাও রয়েছে আজকের খেলায়। প্রথমার্ধে বিজয়ী দল আট গোলে এগিয়ে ছিল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত মহিলা লীগ ফুটবলের ম্যাচটি আজ অনেকটাই একতরফা ঠেকেছে। বিজিত আনন্দ নগর প্লে সেন্টারের মেয়েরা যেন কোনও রকম প্রতিরোধ গড়তে পারেনি। অন্ততপক্ষে একটি গোল শোধ করে ব্যবধান কমানোর কোনও সুযোগ বের করতে পারেনি। ফুলো ঝানুর গোলের যাত্রা শুরু ১৩ মিনিটের মাথায়। মৌসুমী ওড়াং-এর পা থেকে। এই মৌসুমী খেলার ২০, ২৪, ৩০ ও ৩৬ মিনিটের মাথায় আরও চারটি গোল করে। মৌসুমী একাই পাঁচটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচের প্রাইজমানিও পেয়েছে। এছাড়া, কুন্তী ওড়াং করেছে চারটি গোল। সবকটাই দ্বিতীয়ার্ধে খেলার ৫৩, ৫৮, ৬০ ও ৮০ মিনিটের মাথায়। তিনটি গোল করে হ্যাটট্রিক পেয়েছে কিফিতী জমাতিয়া, খেলার ২৯, ৩২ ও ৪৬ মিনিটের মাথায়। এছাড়া, খেলার দুই অর্ধে অর্থাৎ ১৯ ও ৬৫ মিনিটের মাথায় দুটো গোল করে দিপালী হালাম। একেবারে শেষ পর্যায়ে সুস্মিতা গোয়ালার একমাত্র গোল দলকে ১৫-০তে জয় চূড়ান্ত করে। প্রথম দুটি ম্যাচে ফুলো ঝানু যথাক্রমে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের কাছে ০-৫ গোলে এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে তিন-চার গোলে পরাজিত হয়েছিল। আজ ফুলো ঝানু প্রথম জয়ের স্বাদ পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, শিবজ্যোতি চক্রবর্তী, লিটন সাহা ও ইন্দ্রানী দে। দিনের খেলা: সকাল আটটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *