নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): সংসদে নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের সময় অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সাংসদ ফুলো দেবী নীতম। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ফুলো দেবী শুক্রবার উচ্চকক্ষের ওয়েলে নেমে নিট ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেই সময় আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন, মাথা ঘুরিয়ে তিনি পড়ে যান।
তড়িঘড়ি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ফুলো দেবী নীতমকে উদ্ধার করা হয়। তাঁকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় দিল্লি রাম মনোহর লোহিয়া হাসপাতালে। নিট ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়ে যান রাজ্যসভার এই সাংসদ।