ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।গত ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যোগাসন প্রতিযোগিতা l এই প্রতিযোগিতায় ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩১ জন প্লেয়ার অংশগ্রহণ করে এবং সাথে পাঁচ জন অফিসিয়াল ছিল রাজ্য টিমের সাথে l সর্বমোট ১০ টি পদক এর মধ্যে চারটি স্বর্ণপদক, চারটি সিলভার পদক দুইটি ব্রোঞ্জ পদক পেয়েছে ত্রিপুরার যোগা খেলোয়াররা। স্বস্তিকা দাস মিনি গ্রুপে স্বর্ণপদক, সাব জুনিয়র বালিকা বিভাগে স্বস্তিকা দাস স্বর্ণপদক, জুনিয়র বালিকা বিভাগে পরিণিতা রয় স্বর্ণপদক ও সিনিয়র বালক বিভাগে বিজয় পাল স্বর্ণপদক অর্জন করে এবং সাব জুনিয়র বালিকা কৃতিকা দত সিলভার পদক, সাব জুনিয়র বালিকা গ্রুপে সিলভার পদক জয়ীরা হলেন মিথি দেবনাথ, অঙ্কিতা দেবনাথ, রেশমি সেন, তৃষা চৌধুরী, ও তুহিনা মহাজন l জুনিয়র বালক গ্রুপে সিলভার পদক হলেন শুভদীপ ভৌমিক, ময়ান দেবনাথ, দেবজিৎ পাল, অভ্রনীল সাহা, শ্রীকান্ত দাস l সাব জুনিয়র বালিকা বিভাগে কৃতি দেবনাথ সিলভার পদক l সিনিয়র বালিকা গ্রুপে সিলভার পদক জয়ী হলেন পূজা সাহা , সুস্মিতা দেবনাথ, তৃষা দাস , ধারা সূত্রধর, ও পূর্ণিমা দাস l মিনি গ্রূপ বালক বিভাগে দিশান্ত সেন ব্রোঞ্জ পদক এবং জুনিয়র বালিকা বিভাগে ভৃতি দেবনাথ ব্রোঞ্জ পদক পেয়েছে। রাজ্য সংস্থার সচিব সমীর সাহা এক বিবৃতিতে এ