লখনউ, ২৬ জুন (হি. স.): দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। অধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ার পর ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে ওম বিড়লাকে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হওয়ার জন্য অভিনন্দন জানান যোগী আদিত্যনাথ। লেখেন, ওম বিড়লা একজন মৃদুভাষী এবং জনপ্রিয় ব্যক্তি। ওম বিড়লার নেতৃত্বে লোকসভা এক নতুন উচ্চতায় পৌঁছবে বলেও আশাবাদী তিনি।