BRAKING NEWS

অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত ওম বিড়লা, হেরে গেলেন বিরোধীদের কে সুরেশ

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বুধবার ধ্বনিভোটে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তিনি। ওম বিড়লার কাছে হেরে গেলেন বিরোধীদের প্রার্থী তথা কংগ্রেস সাংসদ কে সুরেশ।

প্রায় ৪৮ বছর বাদে বুধবার লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল। এনডিএ-র প্রার্থী প্রত্যাশিত ভাবেই ওম বিড়লা। যিনি গত লোকসভাতেও স্পিকার ছিলেন। গত বছর শীতকালীন অধিবেশনে একই সঙ্গে ১০০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করে রেকর্ড করেছিলেন বিড়লা। তাঁর বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডি-র প্রার্থী ছিলেন কংগ্রেসের আট বারের সাংসদ, কেরলের দলিত নেতা কে সুরেশ। বুধবার বেলা ১১টায় লোকসভায় স্পিকার পদের নির্বাচন শুরু হয়।

বিজেপি সাংসদ ওম বিড়লাকে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত করার জন্য প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ শিবির সেই প্রস্তাব সমর্থন করে। কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ নির্বাচিত করার জন্য প্রস্তাব করেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। যাইহোক ভোটাভুটির পর অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন ওম বিড়লা। জয়লাভের পর তাঁকে স্পিকারের আসন পর্যন্ত নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র তিন বার স্পিকার পদে ভোটাভুটি হয়েছে। প্রথমবার ১৯৫২ সালে। দ্বিতীয়বার ১৯৬৭ সালে। তৃতীয়বার জরুরি অবস্থার পরে, ১৯৭৬ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *