নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.) : মঙ্গলবার লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন রাহুল গান্ধী। হাতে এদিন সংবিধান নিয়ে শপথ নেন এই কংগ্রেস সাংসদ। শপথবাক্য পাঠের পর ‘জয় সংবিধান’ স্লোগান দিতেও দেখা যায় কংগ্রেস সাংসদকে।
প্রসঙ্গত, এবার উত্তর প্রদেশের রায়বেরেলি এবং কেরলের ওয়ানাড, এই দুই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। তবে এদিন ওয়ানাড থেকে নয়, রায়বেরেলির সাংসদ হিসেবেই সংসদে শপথ নেন রাহুল গান্ধী। উল্লেখ্য, সোমবারই তিনি ওয়ানাড কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন।