লোকসভার স্পিকার পদে কে সুরেশের মনোনয়ন ‘একতরফা সিদ্ধান্ত’, বিস্ফোরক অভিষেক

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.) : ১৮’তম লোকসভার স্পিকার পদে কে বসবেন তা নিয়ে সংসদের অন্দরে তৈরি হয়েছে জটিলতা। এনডিএ জোট সর্বসম্মতিক্রমে বিজেপি সাংসদ ওম বিড়লাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে বিরোধীদের সঙ্গে কথাবার্তা বলেন কেন্দ্রের দুই মন্ত্রী রাজনাথ সিংহ ও কিরেণ রিজিজু। তবে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের স্পষ্ট উত্তর ছিল, লোকসভার স্পিকার পদে এনডিএ-র মনোনীত প্রার্থীকে তাঁরা সমর্থন করবে, যদি ডেপুটি স্পিকারের পদ তাদের ছাড়া হয়। তবে ইন্ডি জোটের সেই প্রস্তাবে রাজি হয়নি এনডিএ সরকার। এরপরেই স্পিকার পদের জন্যে পাল্টা প্রার্থী ঘোষণা করে ইন্ডি জোট। কংগ্রেস সাংসদ কে সুরেশ লোকসভার স্পিকার পদের জন্যে মঙ্গলবার নিজের মনোনয়ন জমা করেছেন। তবে ইন্ডি জোটের এই সিদ্ধান্তের বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি তৃণমূল কংগ্রেসকে। এমন বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সংসদ ভবনে শপথবাক্য পাঠ করতে যান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার পদের জন্যে ইন্ডি জোটের প্রার্থীর মনোনয়ন দেওয়ার বিষয়ে অভিষেকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে এই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কোনও আলোচনা করা হয়নি। এটি একটি একতরফা সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *