নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজপথে বিক্ষোভে নামলো বাম ছাত্র যুব সংগঠন। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানী আগরতলায় বিক্ষবে শামিল হয় বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। এদিনের এই ছাত্র যুবদের যৌথ সম্মেলন থেকে শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন নেতৃত্বরা। ছাত্র যুব ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে খাদেন কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। গত ১৫ দিনে একের পর এক প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং কেলেঙ্কারি ধরা পড়েছে। এর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন বাম ছাত্র যুব সংগঠন। পাশাপাশি এই কেলেঙ্কারিতে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা দাবি জানিয়েছেন তিনি।