নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: প্রাইভেট সংস্থা কর্তৃক পরিচালিত শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের জন্য আইজিএম হাসপাতালকে ব্যবহারের সুযোগ করে দেওয়ার বিষয়ে সুস্পষ্ট তথ্য জানতে ও কলেজটির সঠিক পরিকাঠামো রয়েছে কিনা সেটা তদন্তের দাবি সহ বিভিন্ন দাবিতে মেডিকেল শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে এসএফআই মেডিকোস লোকাল কমিটি।
কমিটির সদস্যরা জানান, শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন মেডিকেল শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করেছেন তারা। রাজ্যে নিট-পিজি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, হঠাৎ পরীক্ষা বাতিলের ফলে বহিঃরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীদের আর্থিক ক্ষতি হয় তার জন্য ক্ষতিপূরনের দাবি জানিয়ে মেডিক্যাল শিক্ষা অধিকর্তার নিকট এদিন এই ডেপুটেশন পেশ করা হয়েছে।
ডেপুটেশন শেষে নেতৃত্বরা জানান, নিট – ইউজি ও নিট – পিজি পরীক্ষাগুলি ও তার ভবিষৎ এবং নিটের কাউন্সিলিং নিয়ে সুস্পট জবাব দিতে পারেননি অধিকর্তা, কিন্তু স্বীকার করেন যে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলের মধ্যেই এক বিভ্রান্তি ও উদ্বেগের পরিস্থিতি রয়েছে। তিনি জানান আগামী এক বা দুইদিনের মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের একটি দল শান্তিনিকেতন মেডিক্যাল কলেজটি পরিদর্শনে আসবেন। তারাই যাচাই করে দেখবে এই কলেজকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছাত্রভর্তির অনুমতি দেওয়া হবে কিনা। কিন্তু এখনো অব্দি এই কলেজের কাছে ছাত্র ভর্তির অনুমতি নেই বলে জানিয়েছেন মেডিকেল শিক্ষা অধিকর্তা।