BRAKING NEWS

ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর চা বাগান পরিদর্শন করলেন বিধায়ক বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ জুন: সোমবার বিধায়ক বীরজিত সিনহা  জগন্নাথপুর চা বাগান পরিদর্শন করেন। তিনি বাগানের যে অংশ   ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব স্থানও পরিদর্শন করেন। তাছাড়া তিনি চা বাগানের  শ্রমিকদের সঙ্গে মিলিত হয়ে যাবতীয় বিষয়ে অবগত হন।

উল্লেখ্য, শনিবার রাতে ড্রজার মেসিন দিয়ে চা বাগানের কয়েকটি স্থানে গর্ত  করে দেয় দুষ্কৃতিকারীরা। পরবর্তীতে রবিবার ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাগানের শ্রমিকরা।

এদিন পরিদর্শন শেষে বিধায়ক বীরজিত সিনহা বলেন শাসকদলের মদতপুষ্টরাই এই কাজ করেছে। পাশাপাশি শ্রমিকদের  বকেয়া পাওনা মিটিয়ে দিতে বাগান কর্তৃপক্ষকে দাবি জানান। এই চক্রান্তর পিছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে বলে বিধায়ক বীরজিত সিনহার অভিযোগ। বাগানের ৩০/৪০হাজার চা গাছ উপরে নষ্ট করে দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *