বিরোধীদের পাল্টা জবাব দিল বিজেপি, বামেদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: সিপিআইএমের পাল্টা জবাব দিল বিজেপি। রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক মিথ্যাচার করছে সিপিআইএম। রাজ্যের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাইছে। সোমবার সাংবাদিক সম্মেলনে এভাবেই বামেদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

গতকাল সিপিআইএম এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপক মজুমদারের বিরুদ্ধে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী। আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর উত্তরে প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ৭ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে। তিনি কোন ধরনের সংবিধান ভঙ্গ করে শপথ গ্রহণ করেননি। তাই এ বিষয়ে আইনি পথে হাঁটলে বামেদেরই পরাজয় হবে বলে জানান তিনি।

এছাড়াও শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়ে তিনি বলেন, বাম আমলে রাজ্যের চিকিৎসা পরিষেবা বেহালদশা ছিল। ছোট বড় যেকোনো ধরনের চিকিৎসার জন্যই রাজ্যবাসীকে বহি:রাজ্যে যেতে হতো। কিন্তু বর্তমানে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে। প্রতিক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় উন্নতি হচ্ছে। সেই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে রাজ্যের জনগণকে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে বামেরা।

এছাড়াও সিপিআইএম দল সাংবাদিক সম্মেলনে অভিযোগ এনেছিল রাজ্যের ৯৬১ স্কুল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এই অভিযোগ খণ্ডন করে প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে সিপিআইএম। এই স্কুলগুলিতে বন্ধ করা হয়নি। এই স্কুলে ৫০ জনেরও কম ছাত্রছাত্রী ছিল। পাশাপাশি ওই স্কুলগুলি তিন কিলোমিটারের মধ্যে অন্য বিদ্যালয় রয়েছে। সেই কারণেই বিদ্যালয়েগুলিকে একত্রিকরণ করা হয়েছে।  এছাড়াও রেগার কাজ সম্পর্কে তিনি বলেন বিরোধীরা বলছেন রাজ্যে রেগার কাজ নেই। কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরেও রাজ্যে রেগার কাজ হচ্ছে এবং সেগুলি সঠিক সময়ে টাকাও মিটিয়ে দেওয়া হচ্ছে।

বিরোধীদের অভিযোগকে খন্ডন করে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তোলেন এদিন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *