ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গ্রুপ লিগে শেষ ম্যাচে জয় নিয়ে ঘরে ফিরলো অমরপুর। যদিও টানা দ্বিতীয় জয়। তবুও সান্তনার জয়। কেননা এক ম্যাচ বাকি থাকতেই এ গ্রুপ থেকেও সিনিয়র স্টেট মীট প্লেট বিভাগের ক্রিকেট টুর্নামেন্টে তেলিয়ামুড়া ও জিরানিয়া সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। শান্তির বাজারে বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে খেলায় অমরপুর ৬ উইকেটের ব্যবধানে সাব্রুমকে পরাজিত করেছে। সাব্রুম প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৩৮.৪ ওভারে ৮২ রান সংগ্রহ করলে জবাবে অমরপুর ১২.৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বলে ব্যাটে দারুন অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে দেবোত্তম ঘোষ পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।
উল্লেখ্য, মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানের খেলায় তেলিয়ামুড়া ৩০ রানের ব্যবধানে জিরাঘনিয়াকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তেলিয়ামুড়া ৩০ ওভার খেলে ১৬৭ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে জিরানিয়া ৭১ রানে ইনিংস গুটিয়ে নেয় ১৮ ওভার খেলে। বিজয়ী দলের শুভম ঘোষ নয় রানে তিনটি উইকেট এবং ব্যক্তিগত ৪৪ রানে, অর্থাৎ তার অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়।