সুকমা, ২৩ জুন (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি ফেটে বিস্ফোরণে প্রাণ হারালেন দু’জন সিআরপিএফ জওয়ান। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুকমা জেলার জাগারগুন্ডা থানার অধীনে সিলগার এবং তেকুলাগুডেমের মাঝে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার তল্লাশি অভিযানে বেরিয়েছিল সিআরপিএফ-এর ২০১ নম্বর কোবরা ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময় আইইডি ফেটে জোরালো বিস্ফোরণ। সেই বিস্ফোরণে দু’জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।