নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারের বিধায়ক পথ নিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী বলেন একটি সংবিধানিক পদ থেকে ইস্তফা না দিয়ে অন্য পদে দায়িত্বভার গ্রহণ করা যায় না। বিধায়ক দীপক মজুমদার একটি পথ থেকে ইস্তফা না দিয়েই বিধায়ক পদে শপথ নিয়েছেন। এই বিষয়ে আইনি দিক বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও ঐদিনের সাংবাদিক সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে শাসকদলের বিরুদ্ধে দিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যে কাজ এবং খাদ্যের চরম অভাব রয়েছে বলে দাবি করেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগেই তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। গ্রাম পাহাড়ের মানুষের খুবই খারাপ অবস্থা। তাদের রুজি রুটিতে টান পড়েছে বলে জানান তিনি।
বিরোধী দলনেতা আরো বলেন, গ্রামে রেগার কাজ বন্ধ হয়ে আছে। আগের কাজের টাকাও বকেয়া রয়ে গেছে। বিভিন্ন স্কুল বন্ধ করে দিয়ে অন্য স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হচ্ছে। যার ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই বিপাকে। এর বিরুদ্ধে সিপিআইএম দল প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিন।
এদিন বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির করুন অবস্থার কথাও তুলে ধরেন তিনি। উনার কথায়, বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির ফলাফল থেকে এটা স্পষ্ট হয়েছে এই এই প্রকল্প ছাত্রছাত্রীদের স্বার্থে নয়। মাস পেরোলে মোটা অংকের টাকা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করলেও বিদ্যালয় গুলিতে পরিষেবা নেই বললেই চলে। এমনই অভিযোগ করেন তিনি। এছাড়াও বেকার সমস্যা সহ বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে এদিন অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।
পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণভাবে যেন সম্পন্ন হয় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্বাচন দপ্তরের কাছে দাবি জানিয়েছেন তিনি।