নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): ডাক্তারিতে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। সারা দেশে এ সংক্রান্ত যেসব মামলা দায়ের হয়েছে, সার্বিক তদন্ত এবং বৃহত্তর ষড়যন্ত্র ফাঁস করতে সিবিআই এইসব মামলাগুলি নিজের হাতে নিতে উদ্যোগী হয়েছে। সিবিআই জানিয়েছে, সিবিআই একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করতে সিবিআই বিশেষ দল গঠন করেছে। বিশেষ সিবিআই দল পাঠানো হচ্ছে পাটনা এবং গোধরায় যেখানে স্থানীয় পুলিশে মামলা নথিভুক্ত করা হয়েছে।
এদিকে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অভিনন্দন জানিয়েছে, নিট-ইউজি পরীক্ষার বিতর্কের বিষয়ে তাঁদের সদর্থক ভূমিকার জন্য। পাশাপাশি তদন্তের ভার সিবিআই-এর ওপর ন্যাস্ত করার প্রশংসা করেছে আইএমএ।