বাজা‌রিছড়া চুরাইবা‌ড়ি‌তে গাঁজা সহ ধৃত এক

পাথারকান্দি (অসম), ২২ জুন (হি.স.) : এবার ত্রিপুরা থে‌কে ব‌হির্রা‌জ্যে পাচা‌রের প‌থে প্রায় দেড় কো‌টি টাকা মু‌ল্যের গাঁজা সহ এক মোটর চালক ব‌্যক্তি ধরা পড়ল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি পু‌লি‌শের হা‌তে।

জানা গে‌ছে শ‌নিবার দুপু‌রে ত্রিপুরার আগরতলা থে‌কে এক‌টি ল‌রি বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি ওয়াচ পােষ্ট পু‌লি‌শে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি ক‌রেন গেট ইনচার্জ প্রণব মি‌লি। এ‌তে ল‌রির বি‌ভিন্ন গোপন কক্ষ থে‌কে বিরানব্বই প‌্যা‌কে‌টে আট”শ ছয় কে‌জি শুক‌নো গাঁজা বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক দেড় কো‌টি টাকার মত হ‌বে। এ‌ কা‌ন্ডে জ‌ড়িত থাকার দা‌য়ে আটক করা হয় ল‌রি চালক‌কে। তার নাম অ‌মিত কুমার।বা‌ড়ি হিমাচল প্রদে‌শে।পু‌লি‌শের প্রাথ‌মিক তদ‌ন্তে জানা গে‌ছে নি‌ষিদ্ধ গাঁজাগু‌লো ত্রিপুরা থে‌কে সংগ্রহ ক‌রে গুয়াহা‌টি হ‌য়ে বিহা‌রে পাচা‌রের মতল‌বে ছিল এক‌টি পাচার চক্র।পু‌লিশ এ কা‌ন্ডে এক‌টি এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌কে র‌বিবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।