বীরভূমে পুকুর পরিস্কার করতে গিয়ে মৃত্যু হল যুবকের

বীরভূম, ২২ জুন (হি.স.) : পুকুর পরিস্কার করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোটাস প্রেস এলাকায়।

জানা গেছে ঋত্বিক ভাগত নামে ২৩ বছরের এক যুবক পুকুর পরিস্কার করতে জলে নেমে ছিলেন তারপরে এলাকাবাসীরা বেশ কিছুক্ষণ তাকে না দেখতে পাওয়ায় জলে নেমে তার মৃতদেহ উদ্ধার করেন জলে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয় এলাকা বাসীরা তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন । এবং তারপরেই খবর দেওয়া হয় রামপুরহাট থানায় রামপুরহাট থানার পুলিশ ঘটনার স্থলে এসে পৌঁছায়। এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গেছে মৃত যুবকের বাড়ি রামপুরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আউটডোর পাড়ায় তার নাম ঋত্বিক ভকত (২৩)। ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।