শ্রীনগর, ২১ জুন (হি.স.): উপত্যকার ডোডায় জঙ্গি হামলা হয়েছিল। আর এই ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা জওয়ান মিলিয়ে একাধিকজন আহত হয়েছিলেন। এই ঘটনার পর তল্লাশি অভিযানে নামে পুলিশ। আর তাতেই মিললো সাফল্য। গ্রেফতার করা হলো জঙ্গিদের তিন সহযোগীকে।
জানা যাচ্ছে মুবাশির, সাজ্জাদ এবং সাফদার নামে ৩ জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে তদন্তকারী দল। এই তিনজন জঙ্গিদের মোটা টাকার বিনিময়ে গোপন আস্তানা দেওয়া, খাবার সরবরাহ-সহ একাধিক বিষয়ে সহযোগিতা করেছিল। এরপর সন্ত্রাসী হামলার পরে এই ৩ অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল বলে জানা যাচ্ছে। তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো তাঁদের।