শিলিগুড়ি, ২০ জুন (হি.স.) : বৃহস্পতিবার সকালে কালিম্পংয়ের কাছে তিস্তায় একটি দেহ ভাসতে দেখা যায়। পুলিশ উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে পরিচয় এখনও জানা যায়নি।
এদিন সকালে তিস্তা রঙ্গিত রেসকিউ টিমের নেত্রী শান্তি রাই দেহটি লক্ষ্য করেন। তাঁর বক্তব্য, সম্ভবত সিকিম থেকে দেহ ভেসে এসেছে। একটি গবাদি পশুও ভেসে যেতে দেখা গিয়েছে। তিস্তায় প্রচণ্ড স্রোত থাকায় দেহটি ভেসে সেবকের দিকে চলে আসে। তিস্তা রঙ্গিত রেসকিউ টিমের তরফে তা উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে, সিকিমে সাম্প্রতিক দুর্যোগের জেরে কারও মৃত্যু হয়ে থাকতে পারে। সেই দেহটিই হয়তো ভেসে এসেছে।