ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়। তাও ৬-০ গোলের বিশাল ব্যবধানে। স্বামী বিবেকানন্দ ক্লাব ছয় গোলের বড় ব্যবধানে আমরা ক-জনাকে পরাজিত করে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। খেলা সি-ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের তৃতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। কোচের পরামর্শে শুরু থেকেই অ্যাটাকিং মুডে খেলে স্বামী বিবেকানন্দের ব্যালান্সড টিম দারুন সাফল্য পেয়েছে। বিকাল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের খেলায় প্রথমার্ধে স্বামী বিবেকানন্দ ক্লাব ৪-০ গোলে এগিয়েছিল। টুর্নামেন্টে এ পর্যন্ত দ্রুততম গোল সাবির হোসেনের পা থেকে। খেলার চার মিনিটের মাথায় সাবিরের গোলে দল এক-শূন্যতে লিড নেয়। ১৮ মিনিটে মাসুম আহমেদ এবং ৩৪ মিনিটে বিশাল চৌধুরী পরপর দুটো গোল করলে ব্যবধান ৩-০ হয়। প্রথমার্ধের শেষ পর্যায়ে ৪২ মিনিটের মাথায় মাসুম আহমেদ আরও একটি গোল করলে প্রথমার্ধেই ব্যবধান বেড়ে চার-শূন্য হয়। পক্ষান্তরে আমরা ক-জনার খেলোয়াড়রা মাঠে পর পর গোল হজম করে একটু ছন্দহীন হয়ে উঠে। দ্বিতীয়ার্ধে স্বামী বিবেকানন্দ ক্লাবের ছেলেরা আক্রমণ জারি রেখে খেলে। খেলার ৬৪ ও ৬৭ মিনিটের মাথায় বিশাল চৌধুরী পরপর দুটো গোল করে একদিকে যেমন নিজের হ্যাটট্রিক সেরে নেয়। অপরদিকে দলের জন্য চূড়ান্ত ব্যবধান ৬-০ করে তোলে। খেলায় অসদাচরনের দায়ে গোলদাতা মাসুমকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, লিটন সাহা ও আদিত্য দেববর্মা। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিবেকানন্দ ক্লাব বনাম উমাকান্ত কোচিং সেন্টার।