BRAKING NEWS

সোশ্যাল মিডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগ, দেড় বছরে আত্মহত্যার রোখা গেছে ৪৫৭ জনের

লখনউ, ২০ জুন (হি. স.): সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে ভাল কাজও করা যায় তা দেখালো উত্তর প্রদেশ পুলিশ। ফেসবুক এবং ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং উত্তর প্রদেশ পুলিশের যৌথ সহযোগিতায় বিগত দেড় বছরে ৪৫৭ জনকে আত্মহত্যার হাত থেকে বাঁচানো গিয়েছে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার জানা গেছে, ১ জানুয়ারি ২০২৩ থেকে ১৫ জুন ২০২৪ পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশকে আত্মহত্যার ঘটনা রুখতে সাহায্য করেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা “মেটা”। এইসময়ে (১ জানুয়ারি ২০২৩ থেকে ১৫ জুন ২০২৪) ফেসবুক, ইনস্টাগ্রামে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ কোনও পোস্ট দেখলেই উত্তর প্রদেশ পুলিশকে ইমেলের মাধ্যমে তা জানাত “মেটা”। চব্বিশ ঘণ্টাই এই কাজে তৎপর থাকতো “মেটা”-র একটি বিশেষ দল। এ ভাবেই ৪৫৭ জনকে নতুন জীবন দিয়েছে “মেটা” এবং উত্তর প্রদেশ পুলিশের এই যৌথ প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *